ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাটোরে সংঘর্ষের ঘটনায় ৫ জনকে গ্রেফতার

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২১, ১৭:০৮

নাটোরের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২২ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য-সচিব রহিম নেওয়াজ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক রনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসার কেয়ারটেকার আইনুদ্দিন টুকু, এবং বিএনপি’র অফিসের অফিস সহকারীর আসলাম উদ্দিন।

এর আগে সকালে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে বাধা দিলে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশ এবং সাংবাদিককে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমানসহ অন্তত ২০ সাংবাদিক এবং পুলিশ আহত হন। এরমধ্যে আহত নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার প্রতিনিধি শহিদুল হক সরকারের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ