ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬
ইউপি নির্বাচন

রাঙ্গাবালীর চার ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ২২:০৭

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারটি ইউপিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে চেয়ারম্যান পদে লড়াই করার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড।

শনিবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই তালিকা চূড়ান্ত করা হয়।

রোববার (২১ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাঙ্গাবালী উপজেলার চারটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা — ১নং রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের মু. সাইদুজ্জামান মামুন, ৩নং ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের এ.বি.এম. আবদুল মান্নান, ৪নং চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের এ.কে. সামসুদ্দিন, ৫নং চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের মু. জাহিদুর রহমান।

জানা গেছে, চতুর্থ ধাপের নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার চারটি ইউপিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন নৌকা প্রত্যাশীরা। পরবর্তীতে কেন্দ্রে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিতিতে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের তত্ববধানে তৃণমূলে কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়।

এতে কাউন্সিলরগণের ভোটের মাধ্যমে এক ইউপি থেকে মোট ৩ জন করে, ৪টি ইউপি থেকে মোট ১২ জনের নামের তালিকা দলের হাইকমান্ডের কাছে পাঠান হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় রাঙ্গাবালী উপজেলার চারটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

অন্যদিকে, তৃণমূলের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগের এই যুগান্তকারী পদক্ষেপ-কে সাধুবাদ জানিয়ে তৃণমূল নেতাকর্মী।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ