ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পরীক্ষাকেন্দ্রে ঢলে পড়ে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ১৫:৫৮

নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সাড়ে ১২টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্রে তার মৃত্যু হয়।

সে কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং জানান, রোববার এসএসসি’র ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায়। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন। এতে কিছুটা সুস্থ হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তখনই হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা রক্ত শুন্যতা থেকে তার মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ