ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

তরুণীর অন্যত্র বিয়ে, ক্ষোভে...

প্রকাশনার সময়: ২১ নভেম্বর ২০২১, ০৩:৫৩
প্রতীকী ছবি

বগুড়ার নন্দীগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আফিফ উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আলী হাসানের ছেলে। সে একটি কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফিফের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। যার ফলে তারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একে অপরের কাছে ব্যক্তিগত ছবি আদান প্রদান করেন। হঠাৎ করে ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে আফিফ।

ওসি জানান, বিয়ে হওয়ার পরেও রাস্তা ঘাটে ওই তরুণীকে বিরক্ত করতে থাকে আফিফ। পরে সে ওই তরুণীর আপত্তিকর ছবি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আফিফকে আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ