ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৩

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২১, ২০:৪৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় সিটি রাইস মিলে বয়লার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিলের শ্রমিক হযরত আলী, সিরাজুল ইসলাম ও বেলায়েত হোসেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী (রূপগঞ্জ) পরিচালক তানহারুল ইসলাম বলেন, বয়লার বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে কাজ শুরু করে রূপগঞ্জ, ডেমরা ও নারায়ণগঞ্জের পাঁচটি ইউনিট। দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দগ্ধদের ঢাকায় পাঠানো হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে হযরত আলীর শরীরের শতভাগ, সিরাজুল ইসলামের ৬৫ ও বেলায়েত হোসেনের ৯৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এই উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় গত ৮ জুলাই আগুন লাগে। এতে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়। এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে দাবি স্বজনদের।

এ ছাড়া আগস্টে রূপগঞ্জের রূপসী মৈপুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানার গুদামে আগুন লাগে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ