ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্ভোধন 

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২১, ২০:৪০

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর গ্রামে রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্ভোধন করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগমের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার উদ্ভোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, গবেষক ও অধ্যাপক ড. মো.আমিনুল হক আকন্দ,শেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ‘রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্ভোধনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের বই পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও কথা সাহিত্যিক সুফিয়া বেগম সেই মহৎ কাজটি করেছেন। আর সেই মহৎ কাজে শরীক হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।’

পরে রাশেদা-কাদের স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে ৪০জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ