ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে আট দালালকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
আজ শুক্রবার কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয় গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার সময় সময় গোপন সূত্রে জানা যায়, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে কতিপয় দালাল চক্র বিভিন্ন এলাকা হতে মেডিকেল হাসপাতালে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে চাঁদা আদায় করছে।
সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে হাসপাতাল ও তার আশেপাশের এলাকা থেকে শাহিন শেখ (২৫), রাসেল শেখ (২৬), মোহাম্মদ জামাল প্রামানিক ওরফে নাসির (৪৯), প্লাবন মোল্লা (২৪), রাব্বি শেখ (২৪), নাহিদ মৃধা (১৯), শহিদুল ইসলাম (৩০), রমান হোসেন (২৯) কে গ্রেফতার করে। এরা সকলেই হাসপাতালের আশপাশের এলাকায় বসবাস করে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল এলাকায় প্রতারণার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের থেকে হাসপাতালে আগত রোগীদের যানবাহন গতিরোধ করে তাদেরকে বুঝিয়ে বলে যে সরকারি হাসপাতাল ভালো চিকিৎসা হয় না। আপনাদেরকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে দিই। এসব বলে চাঁদা দাবি করে এবং পরিচিত ক্লিনিকে ভর্তি করিয়ে অতিরিক্ত টাকা আদায় করে।
এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন কেড়ে নিয়ে তাদের নিজস্ব ফার্মেসিতে নিয়ে গিয়ে অতিরিক্ত দামে ওষধ নিতে বাধ্য করার।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ