ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ওষুধের অবৈধ গোডাউনে অভিযান

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২১, ০১:০৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ০১:০৮

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় অবৈধ ওষুধের গোডাউনে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। এ অভিযানে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার রাতে নগরের মুরাদপুরের বিবিরহাট এলাকার দিদার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নগরের মুরাদপুর এলাকায় অবৈধ ওষুধের গোডাউনে অভিযান পরিচালনা করে মো. হারুন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও তাকে সর্তক করা হয়েছে। জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।

এ সময় তাকে সহযোগিতা করেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম, এন এস আই, চট্টগ্রাম এর সহকারী পরিচালক মো. হেলাল এবং থানা পুলিশ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ