ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতভর তাণ্ডব চালিয়ে ভারতে ফিরে গেল সেই চার হাতি 

প্রকাশনার সময়: ১৮ নভেম্বর ২০২১, ১৭:৪১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ১৭:৪৪

ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে আসা চার বন্য হাতি রাতভর তাণ্ডব চালিয়ে আবার ফিরে গেছে।

তাহিরপুর উপজেলার বারেক টিলা এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া যাদুকাটা নদী এলাকার সীমান্ত বেড়া ভেঙে বৃহস্পতিবার ভোররাতে হাতিগুলো মেঘালয়ে ফিরেছে।

এর আগে বুধবার ভারতের মেঘালয়ের পাহাড়ি এলাকা থেকে দুটি বড় ও দুটি ছোট হাতি যাদুকাটা সীমান্ত পেরিয়ে তাহিরপুরের বারেক টিলায় প্রবেশ করে। দিনভর সেখানে বিচরণের পর হাতিগুলো রাতে বরগুপ এলাকায় অবস্থান নেয়।

হাতিগুলোর বিচরণের কারণে এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসতবাড়ি ও ক্ষেত রক্ষায় সারা রাত পাহারা দেয় বিজিবি, বন বিভাগ ও স্থানীয়রা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির নয়া শতাব্দীকে এ তথ্য নিশ্চিত করেছেন যে হাতিগুলো ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে।

তিনি আরও জানান, রাতে হাতিগুলো বারেক টিলা এলাকায় বিচরণ করেছিল।

সুনামগঞ্জ জেলা বন অফিসের সহকারী বন সংরক্ষক অরুণ বরণ চৌধুরী জানান, বন্য হলেও হাতিগুলো শান্ত ছিল। কয়েকজন কৃষকের ফসলের ক্ষতি হয়েছে।

তবে তারা আবেদন করলেই সরকার ভর্তুকি দিয়ে দেবে। বন বিভাগের কর্মকর্তারা ভোরে গিয়ে বেড়া ভাঙা ও পায়ের ছাপে নিশ্চিত হয়েছে হাতিগুলো ভারতে ফেরত গেছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ