ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুন্দরবনে ডাকাত বাহিনীর গুলিতে জেলে নিহত

প্রকাশনার সময়: ১৭ নভেম্বর ২০২১, ০০:০৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ০০:১৯
সংগৃহীত ছবি

সুন্দরবন এলাকায় ডাকাত বাহিনীর গুলিতে মুসা (৩০) নামের জেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়া এ ঘটনা ঘটে।

নিহত জেলে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়া ছেলে এবং ট্রলার মালিকের ভাতিজা।

এ তথ্য নিশ্চিত করে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপজেলার সুন্দরবন এলাকার মান্দারবাড়িয়ায় একটি ট্রলারে ২৫ থেকে ৩০ জন ডাকাত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এফবি বাবুল নামের মাছধরা ট্রলারের সব মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ট্রলার মালিকের ভাতিজা মুসা তাদের বাধা দিলে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়। অন্য জেলেদের বেদম মারধর করে তারা।

গোলাম মোস্তফা আরও বলেন, ওই ট্রলারটি ভারতীয় হলেও ডাকাত দলের সদস্যরা সাতক্ষীরার। তবে তাদের হাতে ভারতীয় ট্রলার কীভাবে গেল সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ