ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিবন্ধন ছাড়াই চলছিল চিকিৎসা কার্যক্রম

দুই হাসপাতালে জরিমানা
প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২১, ১৯:৫৪

গাজীপুরের শ্রীপুরস্থ মাওনা চৌরাস্তায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাসপাতালকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলহেরা হাসপাতাল ও লাইফ কেয়ার হাসপাতালে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

এসময় আলহেরা হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইটি টিউভ ও ফিডিং টিউভ এবং প্যাথলজি রিপোর্টে কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষর না থাকায় ৫০ হাজার টাকা এবং লাইফ কেয়ার হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, ল্যাবের ফ্রিজ মেয়াদোত্তীর্ণ রিজেন্ট পাওয়া, বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ ব্যবস্থা না থাকা, প্যাথলজির রিপার্টে কোন বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষর না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আলহেরা হাসপাতালের এডমিন ম্যানেজার আফজাল হোসেন জানান, র‌্যাবের নিয়মিত অভিযানে প্রায় ২ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে তেমন কোন অনিয়ম পায়নি। শুধু অপারেশন থিয়েটারে ইডিটিটিউব খোলা থাকায় জরিমানা করা হয়েছে।

অপরদিকে লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম পারভেজের কাছে জরিমানার কারণ জানতে চাইলে তথ্য দিবে না বলে তার ভাই নাহিদ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেননি। তবে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ