ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

অবশেষে পাওয়া গেল ফ্লাইট বাতিল করা জার্মান নারীর বিড়াল

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২১, ১০:৪২

হাওর ভ্রমণে এসে দেড় মাস পূর্বে জার্মান নারীর হারিয়ে যাওয়া সেই পোষা বিড়ালটিকে অবশেষে পাওয়া গিয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুকুরপাড়ে বিড়ালটিকে দেখতে এলাকার লোকজন। পরে বিড়ালটিকে ধরে খাঁচায় রাখা হয়।

‘লিও’ নামে পোষা বিড়ালটিকে ধরার সময় রতন রায় নামে এক যুবক আহত হয়েছেন। তার হাতে কামড় দেয় বিড়ালটি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রনধীর রায়ের ছেলে। বিড়ালটি বর্তমানে তার বাড়িতেই একটি খাঁচার ভেতরে আছে।

ইতোমধ্যে বিড়ালটির ছবি জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের কাছে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিড়ালের ছবি দেখে তিনি নিশ্চিত করেছেন, এটিই তার আদরের লিও।

এর আগে তাহিরপুরে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির সন্ধান চেয়ে অটোরিকশা দিয়ে মাইকিং করা হয়। মাইকে পোষা বিড়াল লিওর ডাক ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের রেকর্ড করা কথাও শুনানো হয়। যেন বিড়ালটি পেতে সহজ হয়।

এ থেকেই বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিলেন রতন রায়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে এ ব্যাপারে রতন নয়াশতাব্দীকে বলেন, একজন বিদেশি নাগরিকের আদরের বিড়ালটিকে ধরতে পারায় খুবই ভালো লাগছে। তিনি এলাকায় এলে বিড়ালটিকে তার কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান রতন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ