ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২১, ০২:১৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ০২:২০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দৈনিক সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটনকে পৌর এলাকার সদর আদালত পাড়ার বউ সাজ বিউটি পার্লারের মালিক বিলকিস বেগম প্রাণ নাশের হুমকি দিয়েছেন। রোববার (১৪ নভেম্বর) রাতে আদালত মার্কেটের সামনের রাস্তায় মাহমুককে প্রকাশ্যে প্রাণের নাশের হুমকি দেয়া হয়।

সাংবাদিক মাহাবুব বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনার দিন রাতেই নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

স্থানীয়রা জানায়, সাংবাদিক মাহাবুব সম্প্রতি ‘নবীনগরে পার্লার ব্যবসার নামে চলছে দিনে দুপুরে ডাকাতি, নীতিমালা না থাকায় তিনগুণ বেশি টাকা গুনতে হচ্ছে কাস্টমারদের-লঙ্ঘিত হচ্ছে ভোক্তা অধিকার’ শিরোনামে সংবাদ করেন। প্রকাশিত সংবাদের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, স্বল্পমূল্যের লোভ দেখিয়ে ওই পার্লার এর ভিতরে বিয়ের সাজের বউদের নানান বাহানায় এটা লাগবে, সেটা লাগবে, কাজ শেষে একটি মোটা অংশের বিল ধরিয়ে দেয়। প্রতিবাদ জানালে কাস্টমারদের পেশী শক্তির ভয় দেখিয়ে মোটা অংকের বিলের টাকা আদায় করে। মান সম্মানের ভয়ে কাস্টমারা বিল দিয়ে আসতে বাধ্য হয়।

পৌর এলাকার আদালত পাড়ায় “বউ সাজ বিউটি পার্লার” নামের এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। পৌরসদরের মধ্যেই রয়েছে প্রায় ১৫টি পার্লার, ৯টি ওয়ার্ডে মিলিয়ে আরো বেশি হতে পারে। পৌরসভার ট্রেডলাইসেন্স-এর আওতায় এসেছে মাত্র ৮টি পার্লার, এই ৮টি’র মধ্যে অনেকেরই ট্রেড লাইসেন্স নবায়ন নেই। বাকিগুলোর লাইসেন্সই নেই। এতে করে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বৌ-সাজের বিষয়টি খোঁজ নিয়ে জানা গেছে, ৪টি স্তরে এর আলাদা আলাদা মূল্য নির্ধারণ করেন পার্লার ব্যবসায়ী। প্রথম স্তরে-ফুল বডি ফেসিয়াল, দ্বিতীয় স্তরে-মেহেদী পড়ানো, তৃতীয় স্তরে-হলুদ সাজ, চতুর্থ স্তরে-বিয়ের সাজ। এই চারটি স্তরের হাই কোয়লিটি সাজের জন্য ‘বউ সাজ বিউটি পার্লার’-এর বিল ১৭ হাজার।

অন্যান্য পার্লার গুলোতে অলাদা আলাদা ওই ৪টি স্তরের হাই কোয়ালিটির সাজের সর্বসাকুল্য দাম চেয়েছেন ৮,৫০০,৭,২০০, ৬,৭০০,৭,০০০, ৭,০০০, ৮,২০০,৭,০০০। ওই একটি পার্লারের সঙ্গে অন্য পার্লারে দামের এত আকাশ পাতাল পার্থক্যের কারণে ভোক্তা অধিকার নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের প্রতি একটি নীতিমালা প্রণয়নের জোর দামি জাননো হয় সাংবাদিক মাহাবুবের প্রতিবেদনে।

এ ব্যাপারে পৌর মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়ে তিনি পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রতিটি পার্লারের তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ