ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিলেটে নির্বাচনে জয়ী হয়ে দুধ দিয়ে গোসল

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ১৪:৫৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১, ২১:০৭

নির্বাচনে জয় লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম। কেবল গোসলই করেননি, এর একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। সে ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। অবশ্য নিজের দুধ দিয়ে গোসলের ভিডিও ইতোমধ্যে ফেসবুক আইডি থেকে ডিলিট করে অপর এক পোস্টে তিনি ‘ক্ষমাও’ চেয়েছেন।

ফেসবুক আইডিতে প্রকাশিত ওই ভিডিওতে তিনি লিখেছিলেন, ‘মা ও চাচি চেয়েছিলেন নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। তারা তাদের কথা রেখেছেন।’

আলমগীর আলম চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮৭৯ ভোট।

তবে দুধ দিয়ে গোসল করার ভিডিওটি প্রথমে প্রকাশ করলেও পরে সরিয়ে নিয়ে ফের একটি পোস্ট দিয়ে তিনি লিখেন, ‘প্রিয় বন্ধু-গন আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি। যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে ভালো-মন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এর পক্ষে আর কোন যুক্তি উপস্থাপন না করেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

দুধ দিয়ে গোসল করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মা-চাচি একটা ওয়াদা করেছিলেন নির্বাচনে জয়ী হলে দুধ দিয়ে গোসল করাবেন। আমি জয়ী হবার পর তারা তাদের কথামত দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেন।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ