ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টঙ্গী সেতু বন্ধ, ঢাকায় প্রবেশে ডিএমপির নির্দেশনা

প্রকাশনার সময়: ১৩ নভেম্বর ২০২১, ০১:১৩

গাজীপুরে তুরাগ নদীর উপর টঙ্গী সেতু বন্ধ থাকায় গত দুদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোকে ঢাকায় প্রবেশ ও ঢাকা থেকে বের হতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে উত্তরবঙ্গের কয়েকটি জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্ল্যাব ভেঙে যাওয়ায় বুধবার গভীর রাত থেকে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার দিনভর যানজট অব্যাহত থাকে।

উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে জনসাধারণের সহজ চলাচলের সুবিধার্থে যৌথভাবে ওয়ান ওয়ে সিস্টেম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে গাজীপুরে প্রবেশের জন্য আব্দুল্লাহপুর বামে মোড় নিয়ে কামারপাড়া ডানে মোড় নিয়ে মুন্নুগেট রাস্তা ব্যবহার করতে হবে।

আর গাজীপুর থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশের জন্য আব্দুল্লাহপুরে সাম্প্রতিক সময়ে নির্মিত অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করতে হবে।

ঢাকা জেলার আশুলিয়া ও রাজধানীর মিরপুর থেকে আসা গাড়িগুলো ধউর হয়ে কামারপাড়া এসে বামে মোড় নিয়ে মুন্নুগেট দিয়ে ডানে মোড় নিয়ে ওয়ান ওয়ে সিস্টেম ফলো করে আব্দুল্লাহপুরে অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে ডিএমপি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ