ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু 

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২১, ০১:৪৪
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় সাপের খেলা দেখানোর সময় সাপের কামড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলায় বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের ইসরাইল বিশ্বাস ওরফে ফকির চাঁদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মানিক বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি সাপ তার বাম হাতে কামড় দেয়। পরে স্থানীয়রা মনিরুল ইসলামলে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানোর সময় তার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ