ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থকেন্দ্রে তালা, মাঠেই সন্তান প্রসব 

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২১, ০২:০১

অন্তঃসত্ত্বা লিমা বেগমের প্রসব বেদনা ওঠে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এরপর বাড়িতেই স্থানীয় দাইদের দিয়ে সন্তান প্রসবের চেষ্টা করে পরিবার। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান প্রসবে ব্যর্থ হয় দাই। বাধ্য হয়ে নিরাপদ সন্তান জন্মের জন্য রাত ১১টার দিকে স্থানীয় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন।

কিন্তু মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বাইরের গেটে ঝুলছিল তালা। এদিকে প্রসব বেদনায় ছটফট করছিলেন গৃহবধূ লিমা। পরে স্বাস্থ কেন্দ্রের ভবনের সামনের মাঠে কোন স্বাস্থ্যকর্মী ও গাইনী ছাড়াই মেয়ে সন্তানের জন্ম দেন এই গৃহবধূ। রাত একটার দিকে মা ও নবজাতক মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন পরিবারের লোকজন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে ঘটনাটি ঘটেছে। লিমা বেগম হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ মফিজপাড়া গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বেশির ভাগ মানুষ শ্রমিক। দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসবের একমাত্র ভরসা হারাগাছ মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু সেখানেও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গর্ভবতী নারীরা।

দীর্ঘদিন ধরে রাতেই বেলা স্বাস্থ্য কেন্দ্রে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত প্রতিদিন বন্ধ থাকে সেবা কার্যক্রম। ফলে রাতে কোন গর্ভবতী নারী নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসবের জন্য কেন্দ্রে এসে বিপাকে পড়েন। আবার অনেকে বাধ্য হয়ে কেন্দ্রের আশপাশের ঝোপঝাড়ে সন্তান প্রসব করছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, নিরাপদ ও স্বাভাবিক সন্তান প্রসব করতে এসে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বাইরে ঘাসের উপর সন্তান প্রসবের বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ