সরকার নির্ধারিত নতুন ভাড়ার চেয়েও ৫ টাকা বেশি নেওয়ায় নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালককে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে জেলা শহর মাইজদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক সালেহ আহাম্মদের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ বলেন, এক ব্যক্তির অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নোয়াখালী থেকে ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীনে আরও তিনটি পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক কার্যকালাপে না জড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ