ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তানোরে প্রার্থীতা জটিলতায় নির্বাচন স্থগিত

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ২২:০৬

রাজশাহী তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের ঋন খেলাপীর কারণে বাছাইয়ের দিনে প্রার্থীতা বাতিল করা হয়েছিলো। এনিয়ে প্রার্থী আব্দুল মালেক তার সমদয় ঋন পরিষদ করে জেলা নির্বাচন অফিসে আপিল করেন। জেলা নির্বাচন অফিস আপিল শোনানীতেও তার প্রার্থীতা বাতিল করেন।

এ ব্যাপারে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক হাই কোর্টে রিট করলে হাইকোর্ট তার প্রার্থী বহাল রাখেন। পরে বিরোধীতা করে মটরসাইকেলের প্রার্থী আওয়ামীলীগ নেতা হাই কোর্টে আপিল করেন। সোমবার হাইকোর্ট আব্দুল মালেকের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। কিন্তু এরই মধ্যে ব্যালটে নৌকার প্রার্থীর প্রতিক থাকলেও হাই কোর্টের আদেশে নৌকার প্রার্থীতা বাতিল ঘোষণা করায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, ‘নৌকার প্রার্থীর প্রার্থীতা জটিলতার কারণে সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।’

তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।’

প্রসঙ্গত, ১১ নভেম্বর (বৃহস্পতিবার) তানোর উপজেলার ৭ টি ইউপিতে ভোট গ্রহণের তারিখ ঘোষণা রয়েছে নির্বাচন কমিশনের। ফলে, ৬টি ইউপিতে বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ