ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

স্বপ্নের পদ্মা সেতুতে পিচ ঢালাই শুরু

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ১৯:৩৯

স্বপ্নের পদ্মা সেতুতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৪০ নম্বর পিলার থেকে ঢালাই কাজ শুরু হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ৩০০ মিটার পিচ ঢালাই করা হবে। নিয়মিতভাবে ঢালাই করলে সম্পন্ন হতে প্রায় চার মাস লাগবে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু ঢালাই করা হচ্ছে। পরে এর ওপর আরও দেড় ইঞ্চি ঢালাই করা হবে। তিনি আরও জানান, পিচ ঢালাই কাজের পাশাপাশি সামনের মাসে সড়কবাতির কাজও শুরু হবে। এর আগে গত ১৩ জুলাই পিচ ঢালাইয়ের কাজ টেস্টিং করা হয়। তখন সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ হয়।

এরআগে গত মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মূল পদ্মা সেতুর কার্পেটিংয়ের কাজ শুরু হবে। আর পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে ২০২২ সালের জুন মাসের মধ্যে।পদ্মা সেতুর নির্মান কাজ শুরু হয় ৭ ডিসেম্বর ২০১৪ সালে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ