ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্ত আদেশ স্থগিত

প্রকাশনার সময়: ০৭ জুলাই ২০২১, ১৩:৫৯

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ৩০ দিন বা নিয়মিত আদালত খোলা পর্যন্ত যেটি আগে হয়, সে সময় পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

শাহিন হাওলাদারের করা এক রিটের শুনানি নিয়ে বুধবার (৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেছেন, অভিযোগ অনুসন্ধান বা তদন্তের কাজ চলতে বাধা থাকবে না।

ক্ষমতার অপব্যবহার করে সালিসের সুযোগ নিয়ে এক কিশোরীকে (১৪ বছর ২ মাস ১৪ দিন) বিয়ে করায় গত ২৯ জুন স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করে। এর বৈধতা নিয়ে শাহিন হাওলাদার রিট করেন।

আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ ও ইউসুফ হোসেন হুমায়ূন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহবুব শফিক ও নাজমুল হাসান রাকিব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও বিপুল বাগমার।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ