ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভাইয়ের বিরুদ্ধে কথা বলা ভুল ছিল, অনুতপ্ত কাদের মির্জা

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ০০:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২১, ০০:৩০
সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও দলটির নেতাদের সমালোচনা করে আলোচনায় ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এখন তিনি বলছেন, তার সবচেয়ে ভুল হয়েছে বড় ভাই ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা।

মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে এ কথা বলেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময় তিনি বলেন, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক; কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। গত এক বছরে আমার সবচেয়ে যে ভুল ছিল, তা হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি। বাংলাদেশে একজন সফল, সৎ রাজনীতিবিদ জননেতা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি সত্যি অনুতপ্ত।

আলোচিত এই পৌর মেয়র আরও বলেন, বর্তমান বাংলাদেশে দুর্নীতিমুক্ত কোন মন্ত্রণালয় বা বিভাগ নেই। প্রায় সবগুলো দপ্তরই কোন না কোন ভাবেই ছোট-বড় দুর্নীতিগ্রস্ত। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হলো পুলিশ প্রশাসন। আমার প্রতিবাদের পর দুর্নীতিগ্রস্ত সাবেক সেতু সচিব বেলায়েতের এক্সট্রেনশান না হওয়াও দুর্নীতিবাজ আমলাদের জন্য একটি হুশিয়ারি সংকেত। দুর্নীতির যে সংস্কৃতি এখন বাংলাদেশে চালু হয়েছে তা বন্ধ করতে এখনি কার্যকর প্রদক্ষেপ নিতে হবে। প্রথমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করে দুদকে স্বায়ত্বশাসন দিতে হবে। তবেই দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।

কাদের মির্জা বলেন, আমার সফলতা হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমার পৌরসভা নির্বাচনের ইশতেহার অনুযায়ী ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রদত্ত ভোটের ৭৭ ভাগ ভোট পাওয়াকে বড় সফলতা বলেন। ভোটের দিন দেশের গণমাধ্যমের দৃষ্টি ছিল বসুরহাট পৌরসভার নির্বাচনের দিকে এবং তারা সেটি প্রচার করেছে। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক হতে বাদ দেয়া আরেকটি সফলতা হিসেবে যোগ করেন মেয়র।

তিনি বলেন, আমার সত্য বচনের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে বলেছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সাথে প্রতিবন্ধকতা আছে। এজন্য সকল অন্যায়কারী, অপকর্মের হোতা অপরাজনীতিকরা এক জোট হয়ে তাদের স্বার্থ রক্ষার্থে আমার বিরুদ্ধে লেগেছে, একটি বলয় তৈরী করেছে। অপ্রিয় সত্য কথাগুলো প্রকাশ করা যায় না। অপ্রিয় সত্যকথাগুলো বলার কারণে দেশের মানুষ আমাকে গ্রহণ করেছে। অন্যায়ের বিরুদ্ধে সবাই বলতে চায়, কিন্তু সাহস করে বলতে পারে না। কিন্তু আমি বলেছি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ