ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মিললো ২৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। পরে উপজেলা সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী ২১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। শেরজান মোল্লা (৬০) নামে এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।
ঢাকার দোহারের কুশুমহাটির বাসিন্দা শেরজান মোল্লা জানান, তারা ৮ জন জেলে একত্রে বড় ফাঁসের জাল (চার থেকে ছয় ইঞ্চি বড় ফাঁসযুক্ত জাল) দিয়ে পদ্মা নদীতে মাছ ধরেন। সারারাত মাছ ধরে যে টাকা আয় হয় তা নিজেদের মধ্যে ভাগ করে নেন। কিন্তু, গতকাল সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে সারারাত ধরে নদীতে জাল পেতে বসে থাকলেও তেমন মাছ পাননি। এতে এক প্রকার হতাশ হয়ে পড়েছিলেন তারা।
তিনি আরও বলেন, ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি এমন সময় জালে হঠাৎ টান পড়ে। মনে হয় মস্ত বড় কিছু আটকা পড়েছে। পরে কৌশলে জালটি টানতে টানতে দেখা মেলে রূপালি রঙের বিরাট পাঙ্গাসের। মুহূর্তের মধ্যে সারা রাতের ক্লান্তি দূর হয়ে যায়। পরে আজ সকালে চরভদ্রাসন সদর বাজারের আড়ৎদার রফিক খানের আড়তে ২১ হাজার টাকায় মাছটি বিক্রি করি।
মাছ ব্যবসায়ী শামসু বেপারী বলেন, এত বড় মাছ সাধারণত ধরা পড়ে না। তাই সবাই এ মাছ খেতে চাইবে। এ জন্য মাছটি দ্রুত কিনে ফেললাম। পরে মাছটি কেটে ১২ ভাগ করে প্রতি ভাগ দুই হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকায় বিক্রি করি চরভদ্রাসন উপজেলা সদর বাজারে।
চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, গত বেশ কিছুদিন ধরে নদীতে মাছ ধরা বন্ধ ছিল। ফলে এ এলাকাতে মাছগুলো অভয়াশ্রম হিসেবে গড়ে তুলেছিল। ফলে এখন বড় বড় মাছ ধরা পড়ছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ