ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুন্দরবন থেকে অর্ধগলিত বাঘ উদ্ধার

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২১, ০২:০৫

সুন্দরবনে মৃত অবস্থায় পড়ে থাকা একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। ময়নাতদন্তের জন্য একজন ভেটেরিনারি সার্জনকে দিয়ে গহিন বন থেকে বাঘটি লোকালয়ে আনার প্রক্রিয়া চলছে।

গত রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

খুলনা বিভাগী বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন জানান, স্থানীয় জেলেদের তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান কদমতলা স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। আমিও সেখানে যাই। মৃত বাঘিনীটিকে উদ্ধার করি। বর্তমানে স্থানীয় বনরক্ষীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাঘিনীটি অর্ধগলিত অবস্থায়, তার শিকার করা দাঁত দুটো ক্ষয়প্রাপ্ত হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, পরিণত বয়সের কারণেই বাঘটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি জিডি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। ফরেনসিক রিপোর্ট পেলে আরো বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ