ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

দুর্ভোগ কমলো পঞ্চগড়-রংপুর রুটের যাত্রীদের

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ২২:০৫

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সাধারণ মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি পঞ্চগড়-রংপুর রুটে বাস সার্ভিস চালুর সেই বহুল কাঙ্ক্ষিত দাবি অবশেষে পূরণ হলো। পঞ্চগড় থেকে রংপুরে চিকিৎসা সেবা, শিক্ষাসহ বিভিন্ন কাজে যাতায়াতের সুবিধার্থে 'পঞ্চগড়-রংপুর বাংলাবান্ধা এক্সপ্রেস' বাস চলাচল চালু হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনের সামনে থেকে পঞ্চগড়-নীলফামারী-রংপুর রুটে এই মেইল বাস সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বহুল কাঙ্ক্ষিত নতুন রুটে এই বাস সার্ভিস কার্যক্রমের ফিতা কেটে ও মিষ্টি মুখ করিয়ে পঞ্চগড় থেকে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

এসময় আনুষ্ঠানিক বাস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, পঞ্চগড় জেলা বাস-মিনিবাস,কোচ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

জানা গেছে,বাসটি পঞ্চগড় থেকে সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পারি দিয়ে নীলফামারী হয়ে রংপুরে পৌছাবে৷ প্রতিদিন সোয়া ৭টার দিকে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়-বোদা-দেবীগঞ্জ-ডোমার-নীলফামারী হয়ে রংপুরে পৌঁছাবে। প্রতিদিন ৩০ মিনিট পর পর লাল সবুজ রঙের টাঙানো মোট ২০টি বাস নিয়মিত যাতায়াত করবে৷ প্রতিদিন পঞ্চগড় থেকে ১০টি ও রংপুর থেকে ১০টি বাস নিয়মিত ছেড়ে যাবে৷

জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার বাসিন্দা আসমা বেগম জানান,আমাদের চিকিৎসার জন্য রংপুরে কোন রোগী নিয়ে গেল বা নিজে যাতায়াত করলে অনেক কষ্ট হতো৷ বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সেই সাথে ভাড়া দ্বিগুণসহ বিভিন্ন সমস্যা হতো। আজ থেকে সেই কষ্ট দূর হলো। আজ থেকে আমরা আরামে রংপুর যাতায়াত করতে পারবো।

একই কথা বলেন বাংলাবান্ধা এক্সপ্রেসের প্রথম বাসের যাত্রী জাকির হোসেন,তিনি বলেন,আজ প্রথম রংপুর-নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল করতেছে। আর সেই বাসের প্রথম যাত্রী আমি নিজে হতে পারে গর্বিত। অনেক কষ্ট করেছি আমরা আজ থেকে আমাদের উপকার হলো এখন থেকে সহজে আমরা যাতায়াত করতে পারবো রংপুরে।

এবিষয়ে পঞ্চগড় জেলা বাস-মিনিবাস,কোচ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান বলেন,পঞ্চগড়ের মানুষের দীর্ঘ দিনে দাবী ছিল পঞ্চগড়-রংপুর বাস চলাচলের। অবশেষে এ জেলার মানুষের দীর্ঘ দিনে দাবী পূরণ হলো। এতে যাত্রী হয়রানি বন্ধ দুর্ভোগে কমাতে রংপুরমুখী চিকিৎসা,শিক্ষা, ব্যবসাসহ অন্যান্য সেবাপ্রত্যাশী মানুষের সুবিধার্থে এই সার্ভিস চালু করে আমাদের তিন জেলার মোটর মালিক সমিতি।

এবিষয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন,আমাদের পঞ্চগড়ের ৫ উপজেলার বেশীর ভাগ মানুষ রংপুরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে কিন্তু সরাসরি তেমন বাস সার্ভিস না থাকার কারণে দীর্ঘ দিন ধরে দুর্ভোগে পড়তে হচ্ছিলো সাধারণ মানুষদের। অবশেষে আজ থেকে পঞ্চগড়-রংপুর রুটে বাস সার্ভিস চালু হলো এবং মানুষ দুর্ভোগের হাত থেকে রক্ষা পেল। এখন থেকে আরামে ও সহজে মানুষ পঞ্চগড় রংপুরে বাসে যাতায়াত করতে পারবে৷

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ