ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুইদিন ধরে ঘরের মেঝেতে পড়েছিল মায়ের লাশ

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ১২:২৬ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১, ১২:৩০

দুই ছেলের রত্নগর্ভা মা। এক ছেলে বিয়েও করেছেন। কিন্তু মায়ের সঙ্গে তাদের সর্ম্পক ভালো ছিলো না। তাই খোঁজ রাখেননি কেউ। মৃত্যুর দুইদিন পরও মায়ের লাশ ঘরের মেঝেতেই পড়েছিল। রাজশাহী নগরীর মতিহার থানার বাজে কাজলা বৌবাজার এলাকায় ঘটেছে হৃদয় বিদারক এমন ঘটনা।

সাজেদা (৭০) নামের ওই বৃদ্ধার লাশের মাথার দিকের অংশ খাটের নিচে ও কিছু অংশ খাটের বাইরে পড়েছিল। তিনি বৌবাজার এলাকার মৃত মাসুম আলীর স্ত্রী ছিলেন। মতিহার থানা থেকে ৬০০ গজ পূর্বদিকে রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১ টার দিকে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করেছেন। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তার সনাক্ত করতে লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে তালাবদ্ধ করে লাশ ফেলে রাখা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধা সাজেদার দুই ছেলে। তাদের একজনের বিয়ে হয়েছে। কিন্তু মায়ের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিলো না। তাই মায়ের মৃত্যুর দুইদিন পরও লাশের সন্ধ্যান মিলেনি। রোববার রাত এগারোটার দিকে প্রতিবেশীরা টের পান বৃদ্ধা সাজেদা গত দু’দিন ধরে বাইরে বের হচ্ছেন না। এরপর তার ঘরে গিয়ে দেখেন বাইরে থেকে তালা লাগানো। পরে তালা ভেঙ্গে ভিতরে গিয়ে ওই নারীর লাশ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

মতিহার থানার ওসি আনোয়ার তুহিন নয়া শতাব্দীকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত তথ্য জানা যাবে বলে উল্লেখ করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ