কবি নির্মলেন্দু গুণের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার (৫ নভেম্বরর) নেত্রকোনার বারহাট্রা উপজেলায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বারহাট্রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বারহাট্রা উপজেলাবাসির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বারহাট্রা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মনোরঞ্জন সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত ৩০ অক্টোবর তার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কবি নির্মলেন্দু গুণ ফেসবুকে ষ্ট্যাটাস দেন। এতে নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রর্থীদের সমর্থকরা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মানববন্ধনে বক্তারা এসব মন্তব্যের প্রতিবাদে জানিয়ে মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাট্রার কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারায়ণ কিশোর সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শহীদুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমিরুন্নাহার খানম জবা, শিক্ষক শান্তনা রাণী দত্ত প্রমুখ।
প্রসঙ্গত, বারহাট্রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে কাজী শাখাওয়াত হোসেন, স্বতন্ত্র প্রার্থী মনোরঞ্জন সরকার ঘোড়া প্রতীক ও সোহেল রানা মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়া শতাব্দী/জেআইমন্তব্য করুন
আমার এলাকার সংবাদ