ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরগুনায় ইউপি নির্বাচন ঘিরে সহিংসতা, এ্যাম্বুলেন্স ভাঙচুর

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ২২:৪৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ২২:৫০

বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও ২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বরগুনা সদরের এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের নাজমুল ইসলাম নাসির, বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের এম এ বারী বাদল ও ঘোড়া প্রতিকের গোলাম সারোয়ার শাহিনের কর্মী-সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়া, দোকানপাট ভাঙচুর ও আহত হওয়ার ঘটনা ঘটে।

এতে অন্তত ১৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়ার সময় তাদের বহনকারী এ্যম্বুলেন্সেও হামলা চালানে হয়।

এলাকাবাসীরা জানায়, এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী স্কুল মাঠে নৌকার পথসভা ছিলো। হঠাৎকরে বিদ্রোহী প্রার্থী বাদলের কর্মীরা নৌকার পথসভয় ঢুকে চেয়ার টেবিল ও মাইক ভাঙচুর করে।

এসময় নৌকা মার্কার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের সমর্থকরা বাধা দিলে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। কিছুক্ষণ পরে নৌকার প্রার্থী নাসির তার কর্মী সমর্থকদের নিয়ে বিদ্রোহী প্রার্থী বাদলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাদলের কর্মীরা আক্রমন করে। একপর্যায়ে নৌকার কর্মীরা ক্ষিপ্ত হয়ে অপর বিদ্রোহী প্রার্থী গোলাম সারোয়ার শাহিনের প্রচার গাড়িতে হামলা চালায়।

আহত কর্মীদের হাসপাতালে নেওয়ার সময় তাদের বহনকারী এ্যাম্বুলেন্সে হামলা চালায় বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদলের কর্মীরা। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠায়।

এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বাবুগঞ্জ ফাড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বরগুনা থেকেও পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ