ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিজেলের মূল্য বৃদ্ধি: প্রতিবাদে সুনামগঞ্জে বাস ধর্মঘট 

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ২০:৪০

জ্বালানী তেল ডিজেলের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে সুনামগঞ্জে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘটের ডাক দেয়া হয়। ধর্মঘটে একাত্বতা পোষণ করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি।

আগামীকাল শুক্রবার ও শনিবার (৫-৬ নভেম্বর) দুই দিন চলবে এ ধর্মঘট। ভোর ৬টা থেকে দূর পাল্লার বাসসহ সুনামগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে। ধর্মঘটের পরদিন রোববার মালিক-শ্রমিকরা আবার বৈঠক বসে পরবর্তী সিন্ধান্ত গ্রহণ করবেন। যদি ডিজেলে দাম কমানো না হয় তাহলে আরও কঠোর কর্মসূচী আসতে পারে বলে জানিয়েছেন সুনামগঞ্জের বাস মালিক শ্রমিক সমিতির নেতারা।

সুনামগঞ্জ জেলা সড়ক বাস মালিক সমিতি যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, ‘যে পরিমাণে ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে এই ভাড়াতে আমরা শ্রমিকদের মজুরি ও তেল খরচ দিয়ে লাভ কিছুই পাবো না। তাই তার প্রতিবাদ জানিয়ে আগামী ২ দিন দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে, অবিলম্বে ডিজেলের দাম না কমালে আমরা আমাদের সিদ্বান্তে অটল থাকবো। আমাদের আন্দোলনে শ্রমিকরাও আমাদের সাথে একাত্বতা পোষণ করেছেন।

উল্লেখ্য, ডিজেলের দাম খুচরা পর্যায়ে ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। গত বুধবার রাত ১২টার পর থেকে এটি কার্যকর করা হয়েছে। ডিজেলের মূল্য কমানোর প্রতিবাদেই মূলত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ