ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মনিরামপুরে ৩৪৩টি রুপার মুদ্রা উদ্ধার 

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ১৭:৫৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ১৮:১৬

মণিরামপুরে মাটির নিচ থেকে ৩৪৩ টি রুপার মুদ্রা উদ্ধার হয়েছে। বুধবার রাতে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মুক্তারপুর গ্রাম ও ঝিকরগাছা উপজেলার পারাডাঙ্গা গ্রাম থেকে ঝাঁপা পুলিশ প্রথমে ২৯৯ টি ও পরে ৪৪টি রুপার মুদ্রা উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি সদস‍্য ইব্রাহিম হোসেন জানান, বুধবার দিনের বেলায় মুক্তারপুর গ্রামের জহুরুল, লাভুসহ ৩ জন একই গ্রামের রফিকের উচু জমি থেকে মাটি কাটার কাজ করছিল। এ সময় তারা মাটির নীচে মুদ্রা গুলো দেখতে পায়। মুদ্রা গুলো নিয়ে তারা গোপন করে ফেলে।

পরে জানাজানি হলে পুলিশ সন্ধার দিকে জহুরুলের বাড়ি থেকে ২৯৯ পিচ মুদ্রা উদ্ধার করে। এবং রাত ৯ টার দিকে লাভুকে নিয়ে (সরিয়ে রেখে আসা মুদ্রা) ঝিকরগাছা উপজেলার পারাডাঙ্গা থেকে আরো ৪৪ পিচ মুদ্রা উদ্ধার করে পুলিশ।

ঝাঁপা ফাড়ির ইনচার্জ জানান, দুই ধাপে পৃথক স্থান থেকে ৩৪৩ টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মুদ্রাগুলো রুপার হতে পারে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ