ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

বরিশালে শ্মশান দিপালী উৎসব থাকবে নিরাপত্তার চাদরে ঢাকা

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ১৯:৩৯

বরিশালের ঐতিহ্যবাহী উপমহাদেশের একমাত্র ‘শ্মশান দিপালী উৎসব’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে নগরীর কাউনিয়া নতুন বাজার আদি শ্মশান।

গতকাল বুধবার চতুর্দশী পুণ্য তিথিতে উপমহাদেশের ঐতিহ্যবাহী, সর্ববৃহৎ দিপালী উৎসবের দিনে শ্মশান দিপালী এলাকায় ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে কালী পূজা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হবে।

উৎসব এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত ও পুণ্যার্থীদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি টহলে রয়েছেন র‌্যাব, গোয়েন্দা ও নিজস্ব সদস্যরা।

২০৪ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব অনুষ্ঠানে এবার বেশ জনসমাগম হয়েছে। শ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কুণ্ডু ও সাধারণ সম্পাদক তমাল মালাকার বলেন, দিপালী উৎসব ঘিরে মৃতদের স্মৃতিচিহ্ন রাখার সমাধিগুলো ধোয়া-মোছাসহ নতুন করে নির্মাণ এবং রং-তুলির ছোঁয়ায় ভিন্ন রূপ ধারণ করেছে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ