ময়মনসিংহের নান্দাইলে মোশারফ হোসেন (২৪) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার ব্যাটারি চালিত ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেল।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, যাত্রীবেশে ছিনতাইকারীরা কিশোরগঞ্জ সদরের বটতলা থেকে ইজিবাইক রিজার্ভ করে নান্দাইলের জাহাঙ্গীরপুরের দিকে রওনা দেয়। বালুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছলে চালক মোশাররফকে পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর আশপাশের লোকজন সড়কের পাশে ইজিবাইক চালককে পড়ে থাকতে দেখে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নান্দাইলের খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে বুধবার ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ