ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গৌরনদীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

প্রকাশনার সময়: ০১ নভেম্বর ২০২১, ১৯:৪১

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে বর্ষা আক্তার (১৫) নামের এক কিশোরী। কিশোরী বর্ষা ওই গ্রামের নুর ইসলাম সরদারের কন্যা ও চাঁদশী ইশ্ব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।

সোমবার (১ নভেম্বর) দুপুরে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলার উত্তর চাঁদশী গ্রামে কিশোরীর বাড়ীতে উপস্থিত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন তিনি (ইউএনও)। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, এসআই নাসির হোসেন, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে কিশোরীর পিতা নুর ইসলাম সরদারকে এক হাজার টাকা জরিমানা এবং কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা মর্মে কিশোরীর পিতার কাছ থেকে মুচলেকা রেখে বিয়ের সকল আয়োজন বন্ধ করা হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ