ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রামেকে আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ জুলাই ২০২১, ০৯:২৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। গতদিন ২৪ ঘণ্টায় রামেকে আরও ১৮ জনের প্রাণহানি ঘটেছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। তাদের চারজনের মৃত্যু হয়েছে করোনা শনাক্তের পর। ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের ১৩ জন পুরুষ ৬ জন নারী সদস্য রয়েছেন।

মৃত ১৯ জনের মধ্যে ১০ জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া নওগাঁর দুজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাট জেলার একজন করে বাসিন্দার মৃত্যু হয়েছে।

এদিকে, রাজশাহীতে সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এতে জেলায় সংক্রমনের হার আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৩ শতাংশে। রোববার জেলায় সংক্রমণের হার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ।

ল্যাব সূত্রে জানা গেছে, সোমবার রাজশাহীতে পৃথক দুইটি ল্যাবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ৭১২ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট করোনা পজেটিভ আসে ২০১ জনের শরীরে। এদিন চাঁপাইনবাবগঞ্জের ৫৪ টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ