ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দস্যুমুক্ত সুন্দরবন দিবস: হেলিকপ্টার থেকে আমন্ত্রণপত্র 

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ২০:২৯

হেলিকপ্টার থেকে সুন্দরবনকে দস্যুমুক্ত দিবস অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাবের একটি হেলিকপ্টার থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় এই আমন্ত্রণপত্র ফেলা হয়। র‌্যাবের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে বাগেরহাটের বিভিন্ন মাঠে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শতশত মানুষ জড়ো হয়। ঐতিহ্যবাহি খানজাহান আলী (রহ:) মাজার সংলগ্ন ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে শত শত লোক জড় হয়। পরে হেলিকপ্টার থেকে আমন্ত্রণপত্র ফেলা হলে উপস্থিত সবাই সেটি কুড়িয়ে নেন।

ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ‘র‌্যাবের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে তিনি স্থানীয়দের সাথে নিয়ে মাঠে জড় হয়েছেন। সোমবারের অনুষ্ঠান সফল করার জন্য তিনি কাজ করছেন বলে জানান।’

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার তিন বছর উপলক্ষে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক বনদস্যুদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে ঘর, মুদি দোকান, জাল ও নৌকা, ট্রলার এবং গবাদিপশু সহায়তা দেওয়া হবে।

আগামীকাল সোমবার বাগেরহাটে রামপাল উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে এসব উপকরণ তুলে দেবেন। এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ