ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে পড়ে ছিল হিন্দু সন্ন্যাসীর মরদেহ 

প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২১, ১৫:৪৬

বগুড়ার শেরপুরে ফসলি জমির মাঠ থেকে এক হিন্দু সন্ন্যাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পোল্লাত চন্দ্র সরকার (৫৫)।

রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার নাগরপাড়া গ্রামের মাঠ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

পরে মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সন্ন্যাসী পোল্লাত চন্দ্র সরকার জেলার নন্দীগ্রাম উপজেলার পেংহাজারকি উত্তরপাড়া গ্রামের মৃত কান্ত চন্দ্র সরকারের ছেলে। তিনি চিরকুমার এবং সন্ন্যাসী জীবনযাপন করতেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, সকালে স্থানীরা ফসলি মাঠে কাজ করতে যান। একপর্যায়ে মাঠের মধ্যে থাকা একটি ইউক্যালিপটাস গাছের নিচে সন্ন্যাসী পোল্লাত চন্দ্রের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন। এরপর ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিহতের শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। তবে মাথার একপাশে সামান্য ক্ষত রয়েছে। এমনকি ওই ক্ষতস্থান থেকে রক্তও বের হয়েছে বলে দেখা যায়। আসলে তাঁকে খুন করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাই ওই হিন্দু সন্ন্যাসীর মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য নিহতের লাশটি বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ