ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালি 

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২১, ১৪:০৬

‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১ টার দিকে সাপাহার থানা পুলিশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি থানা চত্ত্বর হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সাপাহার সার্কেল) বিনয় কুমার।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুদ, থানা পুলিশের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ