নোয়াখালীতে দুর্গাপূজা চলাকালে সহিংসতার ঘটনায় আরো দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহর আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানকারীরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের (বর্তমান চৌমুহনী পৌরসভার আলীপুর টিএনটি কলোনি) গরুর দালাল আব্দুলের বাড়ির মো. মফিজের ছেলে মো. আরিফ (২১) ও চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের জানু কোরবানের বাড়ির মৃত নুরুল হক মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৪০)।
তিনি আরো জানান, ওই আসামিরা ইসকন মন্দির ভাঙচুরসহ অন্যান্য মন্দির ভাঙচুর করে এবং ইসকন মন্দিরের ১ জনকে মারধর করে। পরের দিন ওই লোকের লাশ পুকুরে পাওয়া যায়।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ