ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরগুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ২০:২৫

২২ দিনের অবরোধ শেষে ফের কর্মব্যস্ত হয়ে পড়েছেন উপকূলীয় জেলা বরগুনার জেলেরা। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। বিষখালী, বুড়ীশ্বর,(পায়রা) বলেশ্বরসহ আশপাশের নদী ও সাগরে চলছে ইলিশ শিকারের ধুম।

বাজারগুলোতে ইলিশের চাহিদাও রয়েছে প্রচুর। তবে চাহিদা থাকলেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ এমনটি জানান ক্রেতারা।

এর পূর্বে মা ইলিশ রক্ষায় (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ ছিল। তিন সপ্তাহের বেশি সময় কর্মহীন ছিল জেলেরা। এ জেলার কর্মহীন ৩৭শ’ ৭৪ জন জেলে পরিবারকে ২০ কেজি হারে চাল বরাদ্দ দেয় সরকার। ২২ দিন ইলিশ মাছ ধরা, আহরণ, পরিবহন, মজুদ, বিক্রির ওপর সবধরনের নিষেধাজ্ঞা ছিল।

জেলা মৎস্য বিভাগের দাবি জেলে সংগঠন, মৎস্যজীবী, আড়তদারসহ ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক সভা করায় এ ২২ দিনের অবরোধ সম্পূর্ণভাবে সফল হয়েছে।

আবুল কালাম মাঝি প্রতিবেদককে জানান, জালে ভালোই মাছ ধরা পড়ছে। আমরা খুশি। দামও পাচ্ছি ভালো। কিন্তু বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ ধরা পড়ছে বেশি।

বরগুনা মাছ বাজারের খাজার দোয়া মৎস্য আড়তের মালিক দেলোয়ার হোসেন জানান, ইলিশসহ সবধরনের মাছে দাম আগে তুলনায় বেড়েছে। যে পরিমাণ ইলিশ বাজারে আসছে তা পর্যাপ্ত নয়। হয়তবা সামনের জোবায় ইলিশের পরিমাণ বাজারে বেশি আসলে দাম কিছুটা কমবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ