ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুকে পোস্ট করে সেলাই মেশিন পেলেন ইমা 

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ১৯:৩৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ২০:১৯

ফেসবুক পোস্টের কল্যাণে সেলাই মেশিন পেলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের মৃত নরু মিয়ার মেয়ে ইমা আক্তার (১৭)। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে ইমা আক্তারের কাছে সেলাই মেশিনটি হস্তান্তর করেন প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা।

ফেসবুকে পোস্টদাতা সংবাদকর্মী মনসুর আলী বলেন, গত কয়েকদিন আগে ‘এতিম ইমা আক্তারের জীবন ভিত্তিক’একটা ভিডিও ফেসবুকে পোস্ট করি। ভিডিওটি প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্যদের নজরে আসে। পরে সংগঠনটির পক্ষ থেকে ইমা আক্তারকে সেলাই মেশিনটি উপহার দেয়া হয়।

সেলাই মেশিন পেয়ে ইমা আক্তারের সাথে আসা খালা ফরিদা খাতুন কেঁদে ফেলেন। কারণ ইমার বাবা-মা মারা যাওয়ার পর তিনিই ইমাকে কষ্ট করে লালন পালন করেন। ইমা সেলাই কাজ শিখে একটা সেলাই মেশিনের আবদার করলে তিনি টাকার অভাবে কিনে দিতে পারেননি। আজ ইমার আবদার পূরণ হয়েছে দেখে আনন্দে কাঁদলেন তিনি।

উল্লেখ্য, ইমার বাবা নুরু মিয়া ইমার জন্মের চার মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মা সাজিয়া আক্তার ইমার তিন বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরে আত্মীয় স্বজনদের কেউ শিশু ইমার দায়িত্ব নিতে না চাইলে অসহায় দরিদ্র খালা ফরিদা আক্তার তার লালন পালনের দায়িত্ব নেন। এতেও বাধা হয়ে দাঁড়ায় ফরিদা আক্তারের ছেলে আলমগীর মিয়া। ইমাকে লালন পালনের দায়িত্ব নেয়ার কারণে আলমগীর তার মাকে ফেলে শহরে চলে যায়। পরে ফরিদা আক্তার মানুষের বাড়িতে কাজ করে ইমাকে লালন পালন করেন।

প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাদ্দাম হোসাইন ভুঁইয়া বলেন, ‘দীর্ঘ ৬ বছর আমরা সামাজিক কাজ করে আসছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এতিম ইমাকে স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিনটি দিতে পেরে আমাদের অনেক ভালো লাগছে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ