ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সংবাদকর্মীদের সাথে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের অসদাচারণ

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ১৫:৩০

সাংবাদিকদের সাথে অসদাচারণ ও কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন অথরেটি’র চেয়ারম্যান কমডর গোলাম সাদিকের বিরুদ্ধে।

শুক্রবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫নম্বর ফেরি ঘাটে অসদাচরন এই ঘটনা ঘটে।

ট্যা ডেইলি স্টার পত্রিকার স্টাফ (মানিকগঞ্জের) রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস জানান, সকালে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডর গোলাম সাদেক দুর্ঘটনার বিষয়টি পরিদর্শন করতে আসেন। এসময় উদ্ধারকারি জাহাজ হামজা নদীতে থেকে একটি ট্রাক উদ্ধার করে এবং সংবাদকর্মীরা ওই ট্রাকের ছবি আনতে গেলে সংবাকর্মীদের সেখান থেকে চলে যেতে বলেন।

তিনি আরও বলেন, ‘আপনরা এখান থেকে চলে যান এবং উদ্ধার কাজের বাহিরে গিয়ে ছবি ও ভিডিও নেন। আপনাদের ক্ষতি হয়ে গেলে দায়িত্ব নেবে কেন। পরে বিআইডব্লিউটিএ’র অন্যান্য কর্মকর্তা ও ফায়ার সাভিসের লোকজন এসে পরিস্থিতি সামাল দেন।’

এনটিভির মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সহসভাপতি আহমেদ সাব্বির সোহেল জানান, সংবাদকর্মীদের সাথে অসদাচরণ দুঃখের বিষয়। কারণ সংবাদকর্মীরা দুর্ঘটনার পর থেকে কাজ করে যাচ্ছে। তাছাড়া সংবাদর্মীরা সব সময় নিরাপত্তা নিয়েই কাজ করে যাচ্ছে।

অবশ্য পরে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এবং তিনি বলেন, ‘বিআইডব্লিউটএর সক্ষমতা না থাকলে বাংলাদেশের যে সক্ষমতা আছে, সেই সবকিছু আমরা ব্যবহার করব। এখন আমরা চেষ্টা করছি ডুবে যাওয়া ট্রাগগুলো উদ্ধার করার জন্য। দরকার হলে ট্রাক উদ্ধারের পরে ফেরি বিষয়ে চিন্তা করা হবে।বাংলাদেশে বিআইডব্লিউটএর যে সক্ষমতা আছে। তা অন্য কোথাও নেই। যদি প্রয়োজন হয়, তাহলে বেসরকারি সহায়তা নেব ফেরি উদ্ধারের জন্য।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার কাজের উদ্ধারকারি জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। প্রায় সব ট্রাক তোলা হয়েছে আর মাত্র ৪টি ট্রাক বাকি আছে। আশা করি আগামী কালের মধ্যে যানবাহনগুলো তোলা শেষ হবে।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ