ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীর চারঘাটে ট্রেন-নসিমন সংঘর্ষ

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ২০:১৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ২১:০৬

রাজশাহীর চারঘাট উপজেলার সদর পাশে যাত্রীবাহী ট্রেন ও নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সরদহ রেলস্টেশনের ইনচার্জ ইকবাল কবির জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সরদহ স্টেশন থেকে কিছুটা আগে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের উপরে উঠে বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেন আসার শব্দ শুনে রেললাইনের ওপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সটকে পড়ে।

ইকবাল কবির আরও বলেন, ‘এ সংঘর্ষে ট্রেনের সামনের ক্যাটেল কার ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন চলাচল ৪০ মিনিট বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ