ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রামেকে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ১৪:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ১৪:৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও পাঁচজন মারা গেছেন। মৃতদের মধ্যে করোনায় একজন, উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা নেগেটিভ সত্যেও অন্যান্য শারীরিক জটিলতায় একজন মারা গেছেন। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে রাজশাহীর একজন মারা গেছেন।

করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার একজন করে। এছাড়া করোনা নেগেটিভ হয়ে অন্যান্য শারীরিক জটিলতায় একজনের মৃত্যু হয়।

এদিকে, রোগী কমে আসায় আরেক দফা রামেকে করোনা ডেডিকেটেড শয্যা কমানো হয়েছে। ১৯২ শয্যা থেকে নামিয়ে বর্তমানে শয্যা রাখা হয়েছে ১০৪টি।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৫০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাতজন।

বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এদিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার রাজশাহীতে ১ দশমিক ০২ শতাংশ।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ