ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গুরুদাসপুরে ১২ মন পঁচা মরিচ জব্দ, মালিককে জরিমানা

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ২১:৩২

নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারের দু’টি মসলা মিলে এক অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায়সহ ১২ মন পঁচা মরিচ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭অক্টোবর) বিকালে বিএসটিআই রাজশাহীর পরিদর্শক রকিবুল হাসান রিপন ও আবুল কাইয়ুম এবং গুরুদাসপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের চাঁচকৈড় বাজারের এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফাইফ স্টার মসলা মিলকে ২০ হাজার, নটরাজ মসলা মিলকে ১০ হাজার, ফকির চানাচুর ফ্যাক্টরিকে ৫ হাজার ও হরিবাসর সংলগ্ন পেট্রোল ডিজেলের দোকান মালিক কামরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও দু’টি মসলা মিলে থাকা ১২ মন পঁচা মরিচ জব্দ করা হয়। পরে জব্দকৃত পঁচা মরিচ নন্দকুঁজা নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।

জানা যায়, আইন অমান্য করে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার এলাকায় মসলা মিলে পঁচা মরিচ ভাঙানো হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে তাদের জরিমানা করা হয় এবং পঁচা মরিচ জব্দ করা হয়। এছাড়া অস্বস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও পেট্রোলের দোকানে পরিমাপে কম দেওয়ায় তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ