ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দৌলতখানে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ২১:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ২১:২১

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে রিপা (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চান কাজী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। রিপা ওই ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে। সে উপজেলার জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

মৃতের স্বজনরা জানান, রিপা দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল। বুধবার সকালে ভাতের চাল ধোয়ার জন্য সে ঘরের পেছনের পুকুর ঘাটে যায়। এ সময় তার মা ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তার মা ঘরে না দেখে পুকুরের ঘাটে যান। পুকুর ঘাটে চাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখে পানিতে পড়ে যেতে পারে বলে তার সন্দেহ হয়।

এ সময় তিনি পানিতে নেমে রিপাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, মৃত ছাত্রী মৃগী রোগী হয়ে থাকলে থানায় সাধারণ ডায়রী করা হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ