মাগুরায় সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৩জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সদরের ৫জন দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, সদরের ১৩টি ইউনিয়নে বৈধ ৫৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এ নির্বাচনে ২ লাখ ২০ হাজার ৬১৩ জন ভোটার ১৪১টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ