ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভোটের ৭ দিন আগে নির্বাচন স্থগিত

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২১, ২৩:৪৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১, ০২:৩৭

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

তিনি জানান, নির্বাচন স্থগিতের বিষয়টি নির্বাচন কমিশন থেকে টেলিফোনের মাধ্যমে জানানো হয়েছে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে তা নির্দেশনার কপি না পেলে নিশ্চিত করে বলা যাবে না। আগামীকাল সকালে নির্বাচন স্থগিত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নির্বাচন উপলক্ষে বুধবার থেকে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। যা ইতোমধ্যে সব কর্মকর্তাকে মুঠোফোনে জানিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড অন্য দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের ভোটারদের মধ্যে নির্বাচনী সীমানা জটিলতায় নির্বাচনটি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, এবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ