ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপহরণ ও ধর্ষণচেষ্টায় যুবকের ৪০ বছর কারাদণ্ড

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২১, ২১:৪০

জয়পুরহাটের ক্ষেতলালে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টায় মফিজুল ইসলাম (৩২) নামে এক যুবকের ৪০ বছরের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দেড় বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রুস্তম আলী এই মামলার রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি ক্ষেতলাল উপজেলার তেলাবদুল মুন্সীপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৯ আগস্ট জয়পুরহাট শহর থেকে বাড়িতে যাওয়ার সময় মফিজুল ইসলাম ছাত্রীটিকে ফুসলিয়ে করিম নগর এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তবে ছাত্রী চিৎকার দিয়ে পালিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এরপর পৌর এলাকার সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে মফিদুলকে আসামি করে ২০১৮ সালের ২৩ আগস্ট থানায় মামলায় দায়ের করে পরিবার। দীর্ঘ শুনানি শেষে গতকাল বিচারক মামলার রায় ঘোষণা করেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ