ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সাশ্রয়ী মূল্যে রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২১, ১৫:৪৮

কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি আবারো শুরু হয়েছে। রাজশাহীতে সোমবার সকাল থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই কার্যক্রম শুরু করে। আগামী ২৯ জুলাই পর্যন্ত রাজশাহী টিসিবির পণ্য সেবা দেয়া হবে। রাজশাহী নগরীর ৮টি পয়েন্টে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন রাজশাহী টিসিবির গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

টিসিবির একজন ডিলার ২ হাজার কেজি পণ্য পাবেন। এতে থাকছে চিনি ৬০০ কেজি, তেল ১ হাজার কেজি এবং মশুর ডাল ৪০০ কেজি। তবে টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রিতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বর্তমান কঠোর লকডাউনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে টিসিবির কর্মকর্তারা জানান। উল্লেখ্য, গত ৬ জুন থেকে টিসিবি সাশ্রয়ী মূল্যে সারাদেশে পণ্য বিক্রি করেছিলেন। ১৭ জুন পর্যন্ত এই কার্যক্রম চালু ছিলো। রাজশাহীতে আবারো চালু হলো টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ