ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২১, ২০:২১

রাজশাহীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর সাংবাদিক, পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হুমায়ুন কবির, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী, রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী খান, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ. বি. এম. শরীফ উদ্দিন।

অনুষ্ঠনে বক্তারা বলেন, শিশু জন্মের পর শব্দ না করলে অনেক শষ্কা তৈরী হয়। শব্দ মানুষের জন্য উপকারি। আবার অতিরিক্ত শব্দ মানুষের ক্ষতি করে। হাইড্রোলিক হর্ণের কারণে মানুষ বধিরও হয়ে যায়। তাই আমাদেরকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতন হতে হবে। হাইড্রোলিক হর্ণ বন্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি সাংবাদিক, পরিবহন চালক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন বলে জানান বক্তারা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ